সানিয়ার ইফতারে নেই শোয়েব মালিক, প্রশ্ন নেটিজেনদের
Share Now..
বেশকিছু দিন ধরেই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছে পাকিস্তানি ক্রিকেটার ও ভারতীয় টেনিস তারকা শোয়েব মালিক ও সানিয়া মির্জার। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সানিয়া। সেখানে দেখা যায় ছেলের সঙ্গে ইফতার করছেন তিনি। তবে সেই ইফতারে ছিলেন না মালিক।আর তাই সানিয়া আর শোয়েবের সত্যিই বিচ্ছেদ হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সানিয়া ছেলের সঙ্গে ইফতার করার ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমার হৃদয়ের সঙ্গে ইফতার।’ সেই ভিডিওতে একজন মন্তব্য করেন, ‘শোয়েব মালিক কোথায়?’ইনস্টাগ্রাম ব্যবহারকারী আরেকজন সানিয়ার পোস্টে মন্তব্য করেন, ‘তাহলে কি সত্যিই আপনাদের বিচ্ছেদ হয়ে গেছে?’ এসব মন্তব্যের কোন উত্তর দেননি সানিয়া।
Conquer your enemies and build your legacy! Lucky Cola