জার্মানির হকেনহাইমে দুই শিশুর মৃ*তদেহ উদ্ধার
Share Now..
একটি ফ্ল্যাটের ঘর থেকে তাদের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। মৃত ওই দুই শিশুর বয়স সাত ও নয় বছর। দক্ষিণ-পশ্চিম জার্মানির হকেনহাইম শহর থেকে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ দুইটি দেহই ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ৪৩ বছরের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারী দুই শিশুর আত্মীয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে তিনি ওই দুই শিশুর মা কি না, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি।পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারী দুই শিশুকে খুন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তার পরিচয় প্রকাশ করা হয়নি। কেন, কীভাবে এই ঘটনা ঘটল, তাও স্পষ্ট করে জানানো হয়নি। এ বিষয়ে পরে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।
Play, conquer, and earn rewards—join the action now! Lucky Cola