তালায় প্রশাসনের দু’টি পদ খালি, জনগণের দুর্ভোগ

Share Now..


সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকা দুর্ভোগ পড়েছে স্থানীয় জনগণ।এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি জানুয়ারির ৫ তারিখ থেকে এ পর্যন্ত শূন্য রয়েছে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।রোববার (৯ এপ্রিল) হঠাৎ তিনি বদলি হয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলা সহকারী

কমিশনার(ভূমি)হিসেবে যোগদান করেছেন।

ভূমি অফিসের নাজির মো. নূরুল আমিন বলেন, হঠাৎ স্যারের বদলিতে অফিসের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। নতুন কোনো স্যার না আসা পর্যন্ত ভুক্তভোগীদের অপেক্ষা করার কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. মনিরুজ্জামান বলেন, তালা উপজেলায় কর্মরত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল কুদ্দুস শরণখোলা উপজেলায় যোগদান করায় বর্তমানে তালা উপজেলায় প্রশাসনের দু’টি পদ শূন্য। ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন সেক্টরের কাজকর্ম বন্ধ রয়েছে। একে একে তিন-চার মাস কেটে গেলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে আর কেউ যোগদান করেননি।

সেবাগ্রহীতা জুলফিকার রায়হান বলেন, আমার জমির নামপত্তন করার দরকার। নতুন কর্মকর্তা না আসা পর্যন্ত কাজের কোনো গতি হবে না। ভূমি অফিস ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি অফিসের কাজকর্ম দায়িত্ব পালন করেন সেটাও হচ্ছে না।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ইউএনও না থাকায় অনেক ফাইল জমা পড়ে আছে। দাপ্তরিক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কিছুটা হলেও ধীর গতিতে কাজ হয়েছে। তাছাড়া সামনে ঈদ। যে করণে ভিজিএফ ভিজিডি ঠিকাদারদের বিলসহ উপজেলার সকল কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

জনসাধারণের দুর্ভোগ লাঘবে যত দ্রুত সম্ভব উপজেলায় গুরু
ত্বপূর্ণ দু’টি পদে নতুন কর্মকর্তারা নিয়োগদানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

One thought on “তালায় প্রশাসনের দু’টি পদ খালি, জনগণের দুর্ভোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *