হল পরিবহন ও বিভাগীয় ফি মওকুফের দাবি ইবি ছাত্রমৈত্রীর

Share Now..


বিশ^বিদ্যালয় প্রতিবেদক, ইবি-
আবাসিক হল, পরিবহন ও বিভাগীয় সকল প্রকার ফি মওকুফের দাবি জানিয়ে স্বারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) শাখা ছাত্রমৈত্রী। সোমবার (২৮ জুন) দুপুরে প্রশাসন ভবণে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বরাবর স্বারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ ও সহ-সভাপতি আখতার হোসেন আজাদ। উপাচার্যের পক্ষ থেকে স্বারকলিপি গ্রহণ করেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভুঁইয়া।
স্বারকলিপিতে বলা হয়, ‘মহামারি করোনা ভাইরাসের প্রকোপে সারাদেশের নাগরিকদের ন্যায় ইবি শিক্ষার্থী ও তাদের পরিবার অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। বিগত বছরের মার্চ মাস থেকে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় ইবিও বন্ধ রয়েছে। ৭৫% শিক্ষার্থী অনাবাসিক হওয়ায় তারা ক্যাম্পাস পার্শ্ববর্তী, কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় মেস, বাসাভাড়া নিয়ে অবস্থান করছে। বর্তমান পরিস্থিতিতে মেসে বা বাসায় অবস্থান না করেও তাদের ভাড়া পরিশোধ করতে হচ্ছে।’
স্বারকলিপিতে আরো বলা হয়, ‘করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানের জন্য দাবি জানানো হলেও প্রশাসন তাতে সাড়া দেয়নি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ চূড়ান্ত বর্ষ/সেমিস্টার পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়েছে। প্রায় দেড় বছর ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা হলে অবস্থান করেনি। আবার পরিবহন সেবাও গ্রহণ করেনি। এমন পরিস্থিতি শিক্ষার্থীদের উপর আরোপিত ফি হচ্ছে মরার উপর খাড়ার ঘা। দেশে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের থেকে হল, পরিবহন ও বিভাগীয় আনুষঙ্গিক ফি আদায় করা সমীচীন হবে না বলে আমরা মনে করি। তাই শিক্ষার্থীদের সকল প্রকার ফি মওকুফের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *