মরা গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে ধরা, ব্যবসায়ীর কারাদণ্ড

Share Now..

টাঙ্গাইলে ভূঞাপুরে মরা গরু কেটে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়লেন ব্যবসায়ী। এ অপরাধে ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে এই কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হাসমত (৪৪) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের হামিদ মন্ডলের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, মরা গরুর বিক্রি করার খবর পেয়ে ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ওই মাংস ব্যবসায়ী মরা গরু বিক্রির কথা স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, মাংস ব্যবসায়ী হাসমত দীর্ঘদিন ধরে অসুস্থ ও মরা গরু সংগ্রহ করে বিভিন্নস্থানে বিক্রি করতো।শনিবার রাতে অলোয়ার মিঞা বাড়ি মোড় এলাকায় বাজার দরের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে হাতে নাতে আটক করলে ব্যবসায়ী হাসমত মরা গরুর বিক্
কথা স্বীকার করেন।

One thought on “মরা গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে ধরা, ব্যবসায়ীর কারাদণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *