গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কবীর সুমন

Share Now..

হঠাৎ অসুস্থ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে এই মুহূর্তে কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন বর্ষীয়ান এই ভারতীয় শিল্পী।

সোমবার ভোরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে সঙ্গীতশিল্পী কবীর সুমনকে। এসএসকেএম-এর মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষের আওতায় চিকিৎসাধীন কবীর সুমন।
জানা যাচ্ছে, হাসপাতালে ভর্তির সময় তার শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। এখনো অক্সিজেন সাপোর্টেই রয়েছেন তিনি। দেওয়া-হচ্ছে প্রয়োজনীয় ওষুধ-পত্র।

হাসপাতাল সূত্রে খবর, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্টে দেওয়া হয় শিল্পীকে। অন্যান্য ওষুধও চলছে। সুমনের কোভিড পরীক্ষাও করা হয়েছে। যদিও এখনও রিপোর্ট আসেনি। এ ছাড়া সুমনের বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *