বালতির পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর ৫নং ওয়ার্ডের তেতুলপাড়ার মো. ফারুক হোসেনের ১০ মাসের শিশু কন্যা বালতির পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে,
নিহতের স্বজনেরা জানান, নিহতের মা বালতিতে কাপড়চোপড় ভিজিয়ে রেখেছিলেন, পাশে ১০ মাসের শিশু সামমিরা খেলা করছিলো। পরে কাপড়চোপড় রোদে শুকায়তে দিতে গেলে শিশুটি খেলতে খেলতে বালতিতে থাকা পানিতে উল্টো ভাবে পড়ে যায়। তারপরই তার মৃত্যু হয়।
এ সময় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার বলেন, বাচ্চাটার প্রতিবেশীরা সঙ্গে করে মৃত অবস্থায় এনেছিলো। সে সময় মা বাবা কেউ ছিলো না। পানিতে ডুবার কারণে মৃত্যু হয়েছে। বিষয় টি পুলিশ কে অবগত করেছি।
আদরের সন্তান হারিয়ে তার মা,বাবা আত্মীয় স্বজনের আহাজারিতে। এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Master the game and become a true champion! Lucky Cola
New challenges, new rewards—play now and explore! Lucky Cola