জ্যোতির ক্যাপ্টেন্স নকে লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের
ওয়ানডে সিরিজে হেরে গেলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ভর করেই লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।
মঙ্গলবার (৯ মে) সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৫ রান সংগ্রহ করে লঙ্কান মেয়েরা। ১৪৬ রানের টার্গেটে জ্যোতির দুর্দান্ত অর্ধশতকে ভর করে ১ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে হারশিতা সামারাবিক্রামার ৪৫ আর অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩৮ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে।১৬ রানেই প্রথম উইকেট হারান লঙ্কানদের ইনিংস দেড়শ রানের কাছাকাছি গেছে দ্বিতীয় উইকেটের এই দুজনের জুটির কারণেই। এছাড়া চারে নামা নীলাক্ষী দি সিলভা করেন ২৮ বলে ২৯ রান। বাংলাদেশের হয়ে ফাতিমা খাতুন ২টি আর তৃষ্ণা, সুলতানা, নাহিদা, রাবেয়া প্রত্যেকেই একটি করে উইকেট নেন।
১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা খুব একাটা ভালো ছিলো না বাংলাদেশেরও। মাত্র ২৩ রানের মধ্যেই বিদায় নেনে দুই টাইগ্রেস ওপেনার। শামীমা করেন ৫ রান আর রুবিয়া হায়দার করেন ৯ রান। তৃতীয় উইকেট জ্যোতি আর সোবহানা মোস্তারি মিলে সামাল দেয় শুরুর ধাক্কা। ১৭ রান করে দলীয় ৭৪ রান করে সোবহানা আউট হলে বাকি কাজটা সারেন জ্যোতি আর রিতু মনি মিলে।
চতুর্থ উইকেটে দুজন মিলে৭১ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে দেন। জয় থেকে ১ রান দূরে থাকতে রিতু আউট হলেও ৫১ বলে ২ ছয় আর ৭ চারে নিজের ক্যারিয়ারসেরা ৭৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন জ্যোতি।
Challenge yourself with our innovative online games! Lucky Cola
Battle through epic quests and claim your rewards! Lucky Cola
Master your skills and rise to the top of the rankings! Lucky Cola