খুলনায় আশ্রয় পাবে প্রায় ৩ লাখ মানুষ
খুলনায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এই সব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৭৩ হাজার ৮৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া ৬ হাজার ২৬০জন স্বেচ্ছাসেবী, ১১৬টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের আগেভাগেই প্রস্তুত করা হচ্ছে।
খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, জেলার উপকূলীয় কয়রা, দাকোপ, পাইকগাছা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে এ সব উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
বর্তমানে সমুদ্র বন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। সাধারণত ৪ নম্বর সংকেত দেওয়ার পর মানুষজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার কথা বলা হয়। আমরা উপকূলীয় অঞ্চলে সর্বক্ষণ নজরদারি করছি। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে ছুটি বাতিল করা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার বিকালে খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াসির আরেফিন।
Embark on unforgettable journeys with our online games! Lucky Cola
Conquer kingdoms and rule the world—start playing today! Lucky Cola
New challenges, new rewards—play now and explore! Lucky Cola