মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো এসেক্স ও আয়ারল্যান্ড

Share Now..

বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজারে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মোখা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও টেকনাফে ঘরবাড়ি-গাছপালার। মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও ক্রিকেট আয়ারল্যান্ড।
রোববার (১৪ মে) বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ শেষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে নিলামের মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালকে দুটি ব্যাট উপহার দেয় সংস্থা দুইটি। এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও ক্রিকেট আয়ারল্যান্ডের খেলোয়াড়দের স্বাক্ষরিত ব্যাট তুলে দেওয়া হয় তামিমের হাতে।তামিমের হাতে ব্যাট দুটি তুলে দেন এসেক্স ক্লাবের প্রধান নির্বাহী জন স্টেফেনসন ও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান ব্রায়ান ম্যাকনিস। ক্রিকেট আয়ারল্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

2 thoughts on “মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো এসেক্স ও আয়ারল্যান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *