মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো এসেক্স ও আয়ারল্যান্ড
বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজারে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মোখা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও টেকনাফে ঘরবাড়ি-গাছপালার। মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও ক্রিকেট আয়ারল্যান্ড।
রোববার (১৪ মে) বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ শেষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে নিলামের মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালকে দুটি ব্যাট উপহার দেয় সংস্থা দুইটি। এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও ক্রিকেট আয়ারল্যান্ডের খেলোয়াড়দের স্বাক্ষরিত ব্যাট তুলে দেওয়া হয় তামিমের হাতে।তামিমের হাতে ব্যাট দুটি তুলে দেন এসেক্স ক্লাবের প্রধান নির্বাহী জন স্টেফেনসন ও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান ব্রায়ান ম্যাকনিস। ক্রিকেট আয়ারল্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
Unlock powerful abilities in our online RPGs! Lucky Cola
Adventure awaits—are you brave enough to face it? Lucky Cola