সড়কে বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গিয়ে শিশুর মৃ*ত্যু
কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুতায়িত হয়ে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব মির্জাপাড়া এলাকায় এঘটনায় আরও এক শিশু আহত হয়েছে।
মৃত শিশু নুর বাবু উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মির্জাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
আহত শিশু সোয়াত হোসেন (৪) একই গ্রামের কামরুজ্জামানের ছেলে।
নিহতের চাচার বরাতে রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার জানান, সোমবার দিবাগত রাতে ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার রাস্তায় পড়েছিল। মঙ্গলবার সকালে ছাগল নিয়ে ক্ষেতে যাচ্ছিল শিশু নুর বাবু ও সোয়াত হোসেন। এসময় রাস্তায় থাকা ছেঁড়া তার হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যায় নুর বাবু। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয় শিশু সোয়াত হোসেন। পরে সোয়াতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় রৌমারী থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
Enter the Digital Arena: Rise Above, Conquer All! Lucky Cola
Win big in our exciting online tournaments! Lucky Cola
Приветствую. Подскажите, где найтиразные статьи о недвижимости? Сейчас читаю https://studiocolors-nsk.ru