সুন্দরবনে বন কর্মকর্তার দ্বারা জেলে হয়রানির অভিযোগে মানববন্ধন।

Share Now..

মোঃ রউফ কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

পশ্চিম সুন্দরবনের বজবজা ফাঁড়ি ইনচাজ তানজিরুল ইসলাম, ফরেষ্টার নিরীহ জেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ বেদকাশির জোড়শিং, পাতাখালি, খাসিটানা
গ্রামের শতাধিক মাছ ও কাঁকড়ার জেলে গত বুধবার বিকেলে স্থানীয় জোড়শিং
বাজারে মানববন্ধন করে এ ধরনের হয়রানি মূলক মামলা প্রত্যাহার দাবী জানিয়ে বন কর্মকর্তা তানজিরুলের শাস্তি দাবী করেন। স্থানীয় জেলে শফিকুল গাজী, দিদারুল
শেখ, গোলাম রসুল, আকবার ফকির, বাবলু রহমান, আছাদুল গাজী, নজরুল গাজী,
খায়রুল গাজী, মাকসুদুল মোল্লা, রমজান গাজী মানববন্ধনে উপস্থিত হয়ে জানায়
আমরা কখনো হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ শিকারের সাথে জড়িত নই। কিন্তু
হঠাৎ করে বজবজা বন ফাঁড়ি ইনচার্জ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেট আদালতে আমাদের নামে একাধিক মামলা দিয়েছেন। জোড়শিং
বাজারের নুরুজ্জামান গাজী বলেন, তিনি গত ৬ মাস ধরে ঢাকার একটি ইটভাটায়
কাজ করছেন, অথচ তার নামে হরিণ শিকারের মামলা হয়েছে। রাকিব গাজী বলেন,
চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করি। কিন্তু আমার নামে বন আইনে মামলা
দেয়া হয়েছে। জেলে গোলাম রসুল ও আছাদুল গাজী জানায় দীর্ঘদিন তারা
সুন্দরবনে মাছ ধরতে যাননা অথচ কি কারণে বজবজা ফাঁড়ি ইনচার্জ এক
ডজনের বেশি মামলা দিলো এটা আমাদের বোধগোম্য নয়। এটা হয়রানি করা
ছাড়া অন্য কিছু নয়। উত্তর বেদকাশির আকবার হোসেন জানায় তিনি জীবনে
সুন্দরবনে প্রবেশ করেননি। তার নামে হরিণ শিকারের ৩টি মামলা হয়েছে।
খাসিটানা গ্রামের বাসিন্দা লতিফ গাজী বলেন, খাসিটনা ফাঁড়ির বন
কর্মকর্তা জাহাঙ্গীর আলম আমার নামে হরিণ শিকারের মিথ্যা মামলা দিয়ে
হয়ারনি করছে। তিনি কোন সময় সুন্দরবনে যাননি বলে দাবী করেন। মানবন্ধনে
উপস্থিত শতাধিক জেলে তাদের নামে দায়ের করা হয়রানিমুলক মিথ্যা মামলা
প্রত্যাহারের দাবী জানিয়ে স্লোগান দেয় এবং উক্ত বন কর্মকর্তার শাস্তি দাবী
করেন। এ ব্যাপারে জানতে চাইলে বন কর্মকর্তা বজবজা ফাঁড়ি ইনচার্জ
তানজিরুল ইসলাম বলেন, কাউকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দেয়া হয়নি।
চিহিৃত পেশাদার হরিণ শিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

5 thoughts on “সুন্দরবনে বন কর্মকর্তার দ্বারা জেলে হয়রানির অভিযোগে মানববন্ধন।

  • January 24, 2024 at 4:19 am
    Permalink

    Step into the future of gaming – where innovation meets entertainment. Play smarter, play better! Lodibet

    Reply
  • June 13, 2024 at 6:39 am
    Permalink

    атака титанов онлайн бесплатно – эпический аниме-сериал, где человечество борется за выживание в мире, наполненном гигантскими титанами. Динамичные бои, захватывающий сюжет и глубокие персонажи делают этот сериал обязательным к просмотру. Присоединяйтесь к битве!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *