মহেশপুরে প্রকাশ্যে অস্ত্রের মহরা দিয়ে বাড়ীতে ঢুকে ৩ নারীসহ ৪ জনকে আহত করা হয়েছে
মহেশপুর প্রতিনিধিঃ
জমি নিয়ে বিরোধের জের ধরে প্রকাশ্যে অস্ত্রের মহরা দিয়ে হাসেম পাটোয়ারী ও তার শাঙ্গ পাঙ্গরা বাড়ীতে ঢুকে মনোয়ারা বেগম (৬০), শাহিনুর বেগম (৩৮),সোনিয়া খাতুন (২০) ও জাহিদুল ইসলামকে (২২) পিটিয়ে আহত করে। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছালে হাসেম পাটোয়ারী ও তার শাঙ্গ পাঙ্গরা অস্ত্র হাতে নিয়ে পুলিশের সামনে দিয়েই চলে যায়। এঘটনায় পুলিশ মামুন পাটোয়ারী (৩৫) নামের এক জনকে আটক করেছে।
এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ৯টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বেলেঘাট পাড়ায়।
এঘটনায় শাহিনুর বেগম বাদি হয়ে হাসেম পাটোয়ারী,মহাসিন পাটোয়ারী,মামুন পাটোয়ারী,ওহিদুল,রুবেল,জয়নাল,সাত্তারসহ ১০ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করেছেন।
এলাকাবাসী জানায়, জমি জমা নিয়ে আদালতের রায় হাসেম পাটোয়ারীর পক্ষে না যাওয়ায় তারা ক্ষিত হয়ে ৬/৪/২০২১ তারিখ সকালে প্রকাশ্যে দিবালোকে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়ে বাড়ী দখলের চেষ্টা চালিয়ে ছিলো। পরে তারা পুলিশের কারনে ব্যর্থ হয়ে ফিরে যায়। কিন্তু তারা আবারও মঙ্গলবার ৯টার দিকে প্রকাশ্যে অস্ত্রের মহরা দিয়ে হাসেম পাটোয়ারী ও তার শাঙ্গ পাঙ্গরা বাড়ীতে ঢুকে মহিলাদেরকে পিটিয়ে আহত করেছে।
আহত শাহিনুর বেগম জানান,আমাদের বসত ভিটা নিয়ে দীর্ঘ দিন ধরে আদালতে মামলা চলে আসছে। বিজ্ঞ আদালত পর পর তিনবার আমাদের পক্ষে রায় দিয়েছেন। আদালতের রায় তাদের পক্ষে না যাওয়ার কারনে তারা বিভিন্ন ধরনের অস্ত্র হাতে নিয়ে হাসেম পাটোয়ারী,তার ভাই মহাসিন পাটোয়ারীসহ তাদের দল বল নিয়ে জমি দখলের চেষ্টা করে চলেছে। তিনি আরো জানান, হাসেম পাটোয়ারী,তার ভাই মহাসিন পাটোয়ারী প্রকাশ্যে বলে বেরাচ্ছেন দিনে রাতে যেখানেই পাবো সেখানেই কুপিয়ে মারবো।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। মারপিট কারীদের এক জন মামুনকে আটক করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।