পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে চট্টগ্রামের সংসদ সদস্য মোস্তাফিজ
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালীতে পিস্তল হাতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২২ মে) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রঘোষিত এ বিক্ষোভ মিছিল করে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ। ওই মিছিলে পিস্তল হাতে মোস্তাফিজুর রহমানকে দেখা যায়।
মিছিলটি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলটি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
পিস্তল হাতে মিছিল করার ৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যেগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, ব্যানার নিয়ে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্যানারের সামনে রয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। একপর্যাযে একটি হাত ব্যাগ থেকে পিস্তল বের করেন তিনি। এরপর পিস্তল নিয়ে তিনি হাঁটতে থাকেন। মিছিলের সামনে থেকে লোকজন ও গাড়ি সরিয়ে দেন কয়েকজন পুলিশ সদস্য।
মিছিলের সময় হাতে অস্ত্র থাকার কারণ জানতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে কয়েক দফা ফোন করা হলেও তিনি ধরেননি।
Test your strategy and outwit opponents in our online arenas Lucky cola
Unleash your inner warrior in our online games! Lucky Cola
На сайте https://auto-arenda-anapa.ru/ уточните условия заказа такой услуги, как прокат автомобилей. Для того чтобы определить итоговую стоимость, необходимо обозначить такую информацию, как: начало, окончание аренды и время. Прямо сейчас вы сможете выбрать один из имеющихся автомобилей. Все они находятся в отличном состоянии, внутри чисто, а потому находиться там приятно. Есть возможность арендовать на любое количество времени. Практически у всех автомобилей автоматическая коробка передач. Воспользуйтесь услугой и вы!