পোল্যান্ডরে বরিুদ্ধে ইউরোপীয় আদালতরে রায়

Share Now..


বচিার বভিাগরে সংস্কাররে নামে পোল্যান্ডরে সরকার অগণতান্ত্রকি আইন প্রণয়ন করছেে বলে রায় দয়িছেে ইউরোপরে র্শীষ আদালত। ফলে ইইউ-র র্আথকি অনুদান থকেে বঞ্চতি থাকছে সে দশে। এক প্রতবিদেনে এমনটি জানয়িছেে সংবাদমাধ্যম ডয়চে ভলে।ে

ইউরোপে ‘পপুলস্টি’ সরকারগুলরি দনিকাল মোটইে ভালো যাচ্ছে না। প্রকৃত গণতান্ত্রকি কাঠামো, আইনরে শাসন, র্দুনীতি ইত্যাদি প্রশ্নে ইউরোপীয় ইউনয়িন অত্যন্ত কড়া অবস্থান নওেয়ায় পোল্যান্ড ও হাঙ্গরেরি মতো দশেরে সরকার বার বার বপিাকে পড়ছ।ে কখনো কোটি কোটি ইউরো অংকরে ইইউ র্আথকি অনুদান আটকে রাখা হচ্ছ,ে কখনো অন্যান্য শাস্তমিূলক পদক্ষপে মনেে নতিে হচ্ছে এই দুই দশেক।ে সোমবার ইউরোপীয় আদালতরে একটি রায় পোল্যান্ডরে অবস্থান আরও র্দুবল করে তুলছে।ে নর্বিাচনরে বছরে এমন চাপ সে দশেরে সরকাররে জন্য বশে অস্বস্তকির হয়ে উঠলো।
২০১৯ সালরে ডসিম্বের মাসে পোল্যান্ডরে সরকার বচিার বভিাগরে ‘সংস্কার’-এর দোহাই দয়িে যে সব বর্তিকতি আইন প্রণয়ন করছেলি, সগেুলি ইউরোপীয় ইউনয়িনরে গণতান্ত্রকি নীতরি সঙ্গে সামঞ্জস্যর্পূণ নয়। সোমবার র্শীষ ইউরোপীয় আদালতরে এই রায় পোল্যান্ডরে ক্ষমতাসীন ‘ল অ্যান্ড জাস্টসি’ দলরে জন্য বড় ধাক্কা, সে বষিয়ে সন্দহে নইে। ইউরোপয়িান র্কোট অফ জাস্টসিরে রায় অনুযায়ী, পোল্যান্ডরে বচিারপতদিরে যভোবে অনলাইনে কোনো সংঘ, অলাভজনক ফাউন্ডশেন বা রাজনতৈকি দলরে সদস্যপদ ঘোষণা করতে বাধ্য করা হচ্ছ,ে তার ফলে তাঁদরে গোপনীয়তার অধকিার র্খব করা হচ্ছ।ে সইে তথ্যরে ভত্তিতিে তাঁদরে উপর চাপ সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হচ্ছ।ে আদালত সরকাররে আরো কয়কেটি বর্তিকতি সদ্ধিান্তরে সমালোচনা করে পোল্যান্ডে আইনরে শাসন র্খব করা হচ্ছে বলে মনে করছ।ে পোল্যান্ডরে সরকার অবশ্য এই রায়রে সমালোচনা করে ইউরোপীয় র্শীষ আদালতকইে ‘র্দুনীতগ্রিস্ত’ হসিবেে র্বণনা করছে।েখোদ ইইউ কমশিনরে অভযিোগরে ভত্তিতিে ইউরোপীয় আদালতরে এই রায়রে বরিুদ্ধে আপীলরে কোনো সুযোগ পোল্যান্ডরে নইে। সে দশেরে সরকারকে সইে রায়রে ভত্তিতিে আইন সংশোধন করতে হব।ে সইে পদক্ষপে না নলিে আদালত আরো র্আথকি জরমিানা করতে পার।ে উল্লখ্যে, ২০২১ সালওে ইউরোপীয় আদালত পোল্যান্ডরে বচিারপতদিরে বরিুদ্ধে সরকাররে পদক্ষপেরে সমালোচনা করে রায় দয়িছেলি। সরকার অনড় থাকায় প্রথমে দশ লাখ ইউরো , তারপর দনিপ্রতি পাঁচ লাখ ইউরো অংকরে জরমিানা কর।ে এখন সইে অংক প্রায় ৫৫ কোটি ইউরো পরেয়িে গছে।ে ইউরোপীয় কমশিনও গণতন্ত্র র্খব করার শাস্তি হসিবেে পোল্যান্ডরে প্রাপ্য সাড়ে তনি হাজার কোটি ইউরোরও বশেি র্অথ আটকে রখেছে।ে সোমবাররে রায় সর্ম্পকে সন্তোষ প্রকাশ করছেে কমশিন। ইইউ-র আইন ও বচিার কমশিনর দদিয়িে রাইর্ন্ডাস বলনে, ‘‘আজকরে দনিটি পোল্যান্ডে নরিপক্ষে বচিার বভিাগ পুর্নবহাল করার পথে গুরুত্বর্পূণ।” তনিি পোল্যান্ডরে র্কতৃপক্ষরে উদ্দশ্যেে এই রায় পুরোপুরি র্কাযকর করার র্আজি জানান।পোল্যান্ডরে বরিোধী দলগুলি গত রোববার রাজধানী ওয়ারশতে সরকার-বরিোধী সমাবশেরে ডাক দয়িছেলি। প্রায় পাঁচ লাখ মানুষ তাতে অংশ নয়িছেনে। তবে চলতি বছররে অক্টোবর বা নভম্বের মাসরে সংসদ নর্বিাচনে ক্ষমতাসীন পসি দল এখনো প্রথম স্থান দখল করতে পারে বলে বভিন্নি জনমত সমীক্ষায় ইঙ্গতি পাওয়া যাচ্ছ।ে তবে একক সংখ্যাগরষ্ঠিতা পতেে সে দলরে সমস্যা হতে পার।ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *