মহেশপুর বিজিবির অভিযানে ১৪টি সোনারবারসহ আটক চার পাচারকারী

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে দুই কোটি চব্বিশ লাখ পঁচাত্তর হাজার টাকার ১৪টি সোনার বারসহ চার পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার রাকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাসষ্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতারা হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের জিহাদ মোল্লার ছেলে এবাদুল মোল্লা (২৬) একই গ্রামের তমছুল মোল্লার ছেলে মোঃ মাহাবুর হাসান (২৭), ইনসান কাজীর ছেলে রিয়াজ কাজী (২১) ও কালীয়া উপজেলার নড়াগাতি এলাকার খাশিয়ান গ্রামের ইয়ার আলীর ছেলে শেখ সোহেল রানা (৩৫)। শুক্রবার মহেশপুর বিজিবির এক ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, গোপন সুত্রে খবর পেয়ে মহেশপুর বিজিবির উপ অধিনায়ক মেজর মোঃ রকিবুল ইসলাম পিএসসি’র সহযোগিতায় একটি টহল দল কালীগঞ্জ-চুয়াডাংগা সড়কে ওৎ পেতে ছিল। সন্ধ্যার দিকে একটি প্রাইভেট কার হাসাদাহ বাসষ্ট্যান্ড স্পীডব্রেকার পার হওয়ার সময় বিজিবি টহল দল গাড়ীটির গতিরোধ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য বিজিবি তাদের আটক করে। পরে গাড়ি তল্লাসী করে সিটের নিচ থেকে দুই কেটি ২৪৫ গ্রাম ওজনের ১৪টি সোনার বার উদ্ধার হয়। আটকৃত স্বর্ণের বার, গাড়ী এবং মোবাইলের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে দুই কোটি চব্বিশ লাখ পঁচাত্তর হাজার সাতশ একান্ন টাকা। বিজিবি সুত্রে বলা হয়েছে আটক আসামীরা শুল্ক কর ফাঁকি দিয়ে এই সোনার বার ভারতে পাচার করছিল। আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং উদ্ধার সোনার বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *