সুইজারল্যান্ডরে উদ্দশ্যেে ঢাকা ছাড়লনে প্রধানমন্ত্রী

Share Now..


সুইজারল্যান্ডরে উদ্দশ্যেে ঢাকা ছাড়লনে প্রধানমন্ত্রী শখে হাসনিা। ‘ওর্য়াল্ড ফর ওর্য়াক সামটি: সোশ্যাল জাস্টসি ফর অল’ র্শীষক সম্মলেনে যোগদান উপলক্ষে তনি দনিরে সরকারি এ সফরে যাচ্ছনে তনি।িপ্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদরে বহনকারী বমিান বাংলাদশে এয়ারলাইন্সরে একটি ফ্লাইট মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় হযরত শাহজালাল আর্ন্তজাতকি বমিানবন্দর ত্যাগ কর।ে ফ্লাইটটি স্থানীয় সময় বকিলে সাড়ে ৫টায় জনেভো আর্ন্তজাতকি বমিানবন্দরে অবতরণ করার কথা রয়ছে।ে বমিানবন্দররে আনুষ্ঠানকিতা শষেে প্রধানমন্ত্রী তার সফরকালীন আবাসস্থলে যাবনে।

সফরে প্রধানমন্ত্রী ‘ওর্য়াল্ড ফর ওর্য়াক সামটি: সোশ্যাল জাস্টসি ফর অল’ র্শীষক সম্মলেনে যোগদানরে পাশাপাশি বভিন্নি দশেরে রাষ্ট্রপ্রধান ও বভিন্নি আর্ন্তজাতকি সংস্থা প্রধানদরে সঙ্গে বঠৈক করবনে।

সফরকালে প্রধানমন্ত্রী সুইস কনফডোরশেনরে প্রসেডিন্টে অ্যালইেন বারসটে, মাল্টার প্রসেডিন্টে র্জজ ডব্লউি বলো, সাউথ আফ্রকিার প্রসেডিন্টে মাতামলো সাইরলি রামাফোসার সঙ্গে বঠৈক করবনে।

এছাড়া জনেভো সফরকালে প্রধানমন্ত্রী শখে হাসনিার সঙ্গে জাতসিংঘরে শরর্ণাথী বষিয়ক কমশিনার ফলিপিো গ্র্যান্ড,ি প্রন্সি
রহমি আগা খান, আর্ন্তজাতকি শ্রম সংস্থার (আইএলও) মহাপরচিালক গলির্বাট এফ হাউংবো, বশ্বি র্অথনতৈকি ফোরামরে প্রতষ্ঠিাতা এবং নর্বিাহী চয়োরম্যান প্রফসের ক্লাউস সোয়াব, বশ্বি বাণজ্যি সংস্থার মহাপরচিালক এনগোজি ওকোনজো-ইওয়লোর সঙ্গওে বঠৈক করবনে।

সফররে দ্বতিীয় দনি বুধবার (১৪ জুন) প্রধানমন্ত্রী ‘ওর্য়াল্ড ফর ওর্য়াক সামটি ২০২৩’র প্লনোরি সশেনে অংশগ্রহণ করবনে।

সফররে তৃতীয় দনি সকালে প্রধানমন্ত্রী বশ্বি র্অথনতৈকি ফোরাম আয়োজতি ‘নউি ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন র্স্মাট বাংলাদশে’ র্শীষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবনে।

বকিলেে সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদশেি কমউিনটিি আয়োজতি নাগরকি সংর্বধনায় যোগ দবেনে।

সুইজারল্যান্ড সফর শষেে শুক্রবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দকিে জনেভো আর্ন্তজাতকি বমিানবন্দর থকেে ঢাকার উদ্দশেে রওনা হবনে তনি।ি দশেে পৌঁছাবনে শুক্রবার দনিগত রাত দড়েটার দকি।ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *