কয়রায় সন্ত্রাসী হামলায় বশির আহমেদ নামে একজন আহত।
মোঃ রউফ কয়রা(খুলনা) প্রতিনিধিঃ
কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামের পল্লীমঙ্গল মোড়ে সন্ত্রাসীদের হামলায় মো. বশির আহমেদ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত বশির আহমেদ ৪ নং কয়রা গ্রামের মুক্তিযোদ্ধা মরুহুম শামসুর রহমান এর ছেলে। গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে ভ্যান চালিয়ে বশির কয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে পল্লিমঙ্গল মোড়ে প্রবেশ করলে তার উপর একদল সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালায় । আহত বশির কে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। আহত বশির এর চাচা বাসার বলেন আমার ভাতিজা একজন নিরিহ মানুষ ভ্যান চালিয়ে সংসার চালায় আজ বিকালে তার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে উথ পেতে বসে থাকা শহিদুল সানার ছেলে আনরুল( ২১),শহিদুল এর ভ্যাগ্নি হেলাল(২৬),ওমর আলী মিস্ত্রি এর ছেলে আবু হুরাইরা(২২)রড ও হাতুড়ি দিয়ে তার মথায় আঘাত করে। বেধড়ক মারপিটের পর বশির বেহুস হয়ে গেলে তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।স্থানীয় বাসিন্দারা বলেন, তাদের চলাফেরা উচ্ছৃঙ্খল তারা প্রায় এই ধরনের কাজের সাথে লিপ্ত থাকে ।এছাড়া তাদের নামে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে।স্থানীয় লোকজন আরো বলেন তারা কি করেন নিরীহ ছেলেটির মারলো তা আমরা বলতে পারবোনা। রিপোর্ট লেখা কালীন সময় পর্যন্ত কয়রা থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানাযায়।