ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

Share Now..

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। মঙ্গলবার সকাল ১১টার সময় আব্দুল মমিন এর সভাপতিত্বে ঝিনাইদহ মুজিব চত্তরে এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, বেসরকারী শিক্ষক-কর্মচারী আজ মানবতার জীবন যাপন করছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। তাই আজ শিক্ষকরা রাস্তায় দাড়াতে বাধ্য হয়েছে। শিক্ষা ব্যব¯’া জাতীয়করন,শিক্ষক –কর্মচারী অবসর গ্রহনের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাষ্টের পাওনা পরিশোধ করা,সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধানদের বেতন স্কেল যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে প্রদান,চাকুরি বয়সসীমা ৬৫ বছরে উন্নতিকরন। সরকারি ও বেসরকারি পাহাড় সমান বৈষম্য দূরীকরন এবং ইউনেস্কো ও আইএলও’র সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জিডিপি’র ৬% বরাদ্দের আহ্বান জানান তারা। এ সময়ে বানিয়াবহু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার উপর অতর্কিত হামলা কারীদের অতিদ্রুত গ্রেফতার করে আইনগত ব্যব¯’া গ্রহনের জোর দাবি জানান তারা।
বক্তরা আরো বলেন,২০২৩-২৪ অর্থ বছরে জাতীয় বাজেট পাশের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের সুনির্দিষ্ট ঘোষনা না দিলে আগামী ১১ই জুলাই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অব¯’ান কর্মসূচী পালন করবেন বলে হুসিয়ারী উ”চারন করেন।
এ সময়ে উপ¯ি’ত ছিলেন,বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ মহি উদ্দীন,আলমগীর হোসেন,শাহানাজ পারভীন মুন্নি,শাহানাজ পারভীন রিপা,অধ্যক্ষ মাসুদ করিম,ইব্রাহিম খলিল,আব্দুর রাজ্জাক,নজরুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময়ে ঝিনাইদহ জেলার ছয় উপজেলা থেকে দেড় শহস্রাধিক শিক্ষক-কর্মচারী এ সমাবেশে অংশগ্রহন করেন।

4,162 thoughts on “ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *