তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় পানিবন্দি ৫ হাজার পরিবার

Share Now..


ভারী র্বষণ ও উজানরে ঢলে তস্তিার পানি বৃদ্ধি পয়েে বপিৎসীমার ৫ সন্টেমিটিার ওপর দয়িে প্রবাহতি হচ্ছ।ে এতে লালমনরিহাটরে ৫ উপজলোর তস্তিার চরাঞ্চল ও তীরর্বতী নম্নিাঞ্চলরে অন্তত ৫ হাজার পরবিার পানবিন্দি হয়ে পড়ছেনে।সোমবার (১৯ জুন) সকাল ৬টায় তস্তিা ব্যারাজরে ডালয়িা পয়ন্টেে পানি বপিৎসীমার ৫ সন্টেমিটিার ওপর দয়িে প্রবাহতি হয়।

জানা যায়, রোববার ১৮ জুন সন্ধ্যায় তস্তিার ডালয়িা পয়ন্টেরে ভাটি এলাকায় নতুন করে পানি ঢুকতে শুরু করছে।ে প্লাবতি হচ্ছে নতুন নতুন এলাকা। তস্তিা ও ধরলার পানি বৃদ্ধতিে জলোর পাটগ্রামরে দহগ্রাম, হাতীবান্ধার তস্তিা নদীর তীরর্বতী নম্নিাঞ্চলে পানি প্রবশে করায় প্রায় ৫ হাজার পরবিার পানবিন্দি হয়ে পড়ছে।ে

এতে রাস্তা ডুবে যাওয়ায় চলাচলে বঘ্নি ঘটছ।ে বপিাকে পড়ছেে স্কুল-কলজেগামী শক্ষর্িাথীরা। এছাড়া গরু-ছাগল ও পোষাপ্রাণী নয়িে ভোগান্ততিে পড়ছেনে পানবিন্দী লোকজন। পানি না কমলে খাবার ও স্যানটিশেন সমস্যায় পড়বে হাজারো মানুষ।

কয়কেজন শক্ষর্িাথী বলনে, কাল থকেে পানি বাড়তছে।ে স্কুলে যাওয়ার রাস্তায় পানি উঠছে।ে তাই পানতিে ভজিে স্কুলে যাচ্ছ।ি

লালমনরিহাট জলো প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলনে, পানি বৃদ্ধি পলেওে তা আবারও কমতে শুরু করছে।ে খোঁজখবর নওেয়া হচ্ছ।ে পরস্থিতিি মোকাবলিায় যাবতীয় প্রস্তুতি রয়ছে।ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *