পাগলা কুকুরের কামড়ে কালীগঞ্জে নারী ও শিশুসহ আহত ৩৫

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রায়গ্রাম ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন এলাকায় এসব মানুষকে কামড়ে জখম করে কুকুরটি। এর মধ্যে রায়গ্রাম এলাকার সুন্নি খাতুন, শিলা খাতুন, দুলাল মুন্দিয়া এলাকার আলপনা খাতুন, হেলাই গ্রামের মাহিরোন নেছা, নিশ্চিন্তপুর এলাকার ইয়াসমিন খাতুন, দিপ্তি দাস, পুর্ণিমা, সনজিৎ অধিকারী, মধুগঞ্জ বাজার এলাকার বকুল অধিকারী, ফয়লা এলাকার সেলিনা খাতুন, হেলাই গ্রামের সাজেদা খাতুন, বলিদাপাড়া এলাকার হাসিনা খাতুন, রাখি খাতুন ও নাটোপাড়া এলাকার আব্দুর রউফসহ নারী ও শিশুসহ ১৭ জন কালীগঞ্জ স্বা¯’্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যদের ¯’ানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। কুকুরের কামড়ে আহত শিশু নিশি খাতুন জানায়, সকালে রায়গ্রামে সাদা রঙের একটি পাগলা কুকুর একের পর এক পথচারী, দোকানি, স্কুলছাত্রী, শিশুদের কামড়াতে শুরু করে। ¯’ানীয়রা কুকুরটিকে ধাওয়া করলে সেখান থেকে দৌড়ে হেলা, বলিদাপাড়া ও পৌরসভার নতুন বাজারসহ বিভিন্ন এলাকার মানুষকে কামড়ে আহত করে। এক পর্যায়ে কুকুরটি ধাওয়া খেয়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স ও ¯’ানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অব¯’া গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। কালীগঞ্জ উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আজগর আলী বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকজন রোগী এসেছে। আমরা তাদের ভ্যাকসিনসহ চিকিৎসা দিয়েছি। দুইজনের কামড়ের আঘাত বেশি গুরুতর হওয়ায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম কুকুরে কামড়ানোর বিষয়টি নিশ্চিত করে জানান, কুকুরের কামড়ে আহত হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌরসভার পক্ষ থেকে পাগলা কুকুরটি শনাক্ত করার জন্য কয়েকজনকে পাঠানো হয়। উল্লেখ্য ২০২২ সালের ৫ নভেম্বর কালীগঞ্জে দুই পাগলা কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *