কয়রায় ফল ব্যবাসায়ী বনমালী হত্যার প্রতিবাদে মানববন্ধন।

Share Now..

মোঃ রউফ কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

 কয়রা উপজেলার ৬নং কয়রা 

সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি খুলনার কদমতলা বাজারের পদ্মা বানিজ্য ভান্ডারের মালিক ফল ব্যবসায়ী বনমালী মন্ডলকে পরিকল্পিতভাবে হত্যা করে গত ২৬ জুন রেলস্টেশনে পাশে ফেলে রাখে দুবৃত্তরা। পরিবাবের দাবি ফল ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দের জের ধরে প্রতিপক্ষ ব্যবসায়ীরা তাকে হত্যা করে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় ৬ জনকে আসামী করে হত্যা মামলা দাযের করে তার পরিবার। পরিকল্পিত এ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৬নং কয়রা সকল মন্দির কমিটি ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। গতকাল ৫ জুলাই বেলা ১১ টায় ৬নং কয়রা গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের মাঠে মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, শিক্ষক সুজিত কুমার রায়, রনজিত কুমার বাইন, অসিত কুমার মন্ডল, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, সমাজসেবক গোষ্টবিহারী রায়,পরিমল মন্ডল, বনমালীর স্ত্রী শ্রীমন্তী মন্ডল, কেশব মন্ডল, কনিকা মন্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, বনমালীর প্রতিপক্ষ খুলনার ঘোষ টেড্রাসের মালিক অমিত ঘোষের সাথে ব্যবসায়ীক দ্বন্দের কারনে তারা বনমালীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রশাসনের নিকট। মানববন্ধনে এলাকার সর্বস্তরের সস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

1,052 thoughts on “কয়রায় ফল ব্যবাসায়ী বনমালী হত্যার প্রতিবাদে মানববন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *