যশোরে ডিবি পুলিশের অভিযানে চাকুসহ তিন যুবক আটক
Share Now..
এস আর নিরব, যশোরঃ
যশোর শহরের আর এন রোড এলাকায় অভিযান চালিয়ে তিনটি চাকুসহ তিন যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টায় ডিবির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, নলডাঙ্গা এলাকার বাসিন্দা ও মণিরামপুর উপজেলার আটড়া বাকাবর্ষি গ্রামের মৃত খোকনের ছেলে আবু হোসেন, নলডাঙ্গা রোডের সামছুল হকের ছেলে শুকুর আলী ও শেখহাটি তমালতলা গ্রামের মতিয়ারের ছেলে বাবু হাসান। এ ঘটনায় এসআই শাহিনুর রহামন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
Game like a pro and lead your team to glory Lucky Cola