‘ড্র’ করেও শীর্ষে রিয়াল
লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার সঙ্গে ১-১ ড্র করেছে লস বøাংকোরা। ডেভিড আলাবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেভিয়া। তবে শেষ দিকে রিয়ালকে সমতায় ফেরান দানি কার্ভাহাল। সেভিয়ার মাঠে পুরো ম্যাচেই ছড়িয়েছে উত্তেজনা। এই ম্যাচে সবার চোখ ছিল সের্হিয়ো রামোসের দিকে। ১৬ বছর রিয়ালে খেলা এই ডিফেন্ডার এবার খেলেছেন রিয়ালের বিপক্ষে। সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নেমে ‘লড়াইয়ে’ও জড়িয়েছেন। প্রথমার্ধে দুই দলের খেলোয়াড়রা কথার লড়াইয়ে জড়িয়ে পড়ে। রামোসের হাতের আঘাতে পড়ে যান জুড বেলিংহাম। এই ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ান রিয়াল ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও সেভিয়ার রামোস। যদিও দ্রæতই পরিস্থিতি সামলে নেওয়া হয়। ম্যাচের ৭৮ মিনিটে আলাবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেভিয়া। মার্কোস আকুনার ক্রস বক্সে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠান অস্ট্রিয়ান এই ডিফেন্ডার। র মিনিট পরই সমতা ফেরান কারভাহাল। ডান দিক থেকে ক্রুসের ফ্রি-কিকে হেডে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে সেভিয়া। এক ম্যাচ কম খেলা অ্যাতলেতিকো মাদ্রিদ ২২ পয়েন্টে আছে দুইয়ে। জিরোনা তিনে এবং ২১ পয়েন্ট নিয়ে চারে বার্সেলোনা।
Challenge your limits and achieve gaming greatness Lucky Cola