হজ খরচ কমছে প্রায় ১ লাখ টাকা
আগামী বছর হজের জন্য দু’টি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সাধারণ প্যাকেজে হজ করতে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজের মাধ্যমে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা ব্যয় ধরা হয়েছে। এর আগে গত বছর সরকারিভাবে একটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। ওই প্যাকেজের ব্যয় ধরা হয়েছিল ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। এরপর সংবাদ সম্মেলন করে হজ প্যাকেজের বিস্তারিত জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে হজ করতে পারবেন ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ করতে পারবেন এক লাখ ১৭ হাজার জন।
আসসালামুয়ালাইকুম, আমি মোঃ সুলতান মাহমুদ খুলনা থেকে। আমি একজন এসিও এক্সপার্ট আমি আপনাদের ওয়েবসাইটে বিজনেস আইডিয়া নিয়ে একটা আরটিকেল দিতে চাই।
mexican drugstore online: Medicines Mexico – п»їbest mexican online pharmacies
canada pharmacy not requiring prescription: discount drugs – cheapest canadian pharmacies
cheapest online pharmacy india http://indiaph24.store/# reputable indian pharmacies
top online pharmacy india
The gaming world is yours – are you ready to take it Lucky Cola