বিএনপি নেতা আলতাফ কারাগারে, প্রিন্স রিমান্ডে 

Share Now..

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশের দিন হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় আলাদা দুই মামলায় আজ রোববার (৫ নভেম্বর) এ আদেশ দেন সংশ্লিষ্ট বিচারকরা। 

এর আগে আজ সকালে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র‌্যাব। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়।  

আলতাফ হোসেন চৌধুরীকে আদালতে হাজির করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী। 

আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এদিকে বিএনপির সমাবেশের দিন মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুর ও পুলিশের অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। তার আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *