শাড়ি পরলে মোটা দেখায়? রইলো সমাধান

Share Now..

অনেকে শাড়ি পরতে চান না। শাড়ি পরলেই নাকি মোটা দেখায়। এই সমস্যা নিরসনে সমাধান কি? শাড়ি পরার পদ্ধতিতে কিছু বিষয় যুক্ত করা। হ্যাঁ, শাড়ি পরার ধরনেও আপনাকে মোটা দেখায়। আপনাকে শুধু শাড়ি পরার পদ্ধতিটা বুঝতে হবে। 

  • শাড়িতে জমকালো কারুকাজ কিংবা বড় নকশা থাকলে তা এড়ানো ভালো। চওড়া পাড়ের শাড়ি নয়, সরু বর্ডারের শাড়ি বাছাই করলে মোটা দেখাবে না।
  • গাঢ় রঙের শাড়ি বাছাই করুন। এক্ষেত্রে প্যাস্টেল শেড যেমন কালো, মেরুন, গাঢ় নীলের মতো শেড বাছাই করুন।
  • শাড়ি একটু উঁচু করে পরুন। এভাবে পরলে শাড়িতে আপনাকে লম্বা দেখাবে, আর স্লিমও। শাড়ির সঙ্গে উঁচু হিল জুতা পরুন।

  • মোটা কাপড়ের পেটিকোট পরলে শাড়িতে আপনাকে ফোলা ফোলা দেখায়। এই সমস্যা এড়াতে শেপওয়ার দিয়ে শাড়ি পরুন। শাড়ির সঙ্গে ডিজাইনার ব্লাউজ পরতে চাইলে ডিপ নেক কিংবা ব্যাকলেস ব্লাউজ পরতে পারেন। আড়াআড়ি প্যাটার্নের শাড়ি পরলে চেহারা ভারি দেখায়। লম্বালম্বি প্যাটার্ন বা ডিজিটাল প্রিন্টের শাড়ি পরলে আপনাকে মোটা দেখাবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *