বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরও বড় অঙ্কের প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ
চলমান বিশ্বকাপে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে ভারতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে সেই লক্ষে যেতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। নয় ম্যাচ খেলে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। খেলার মাঠে তেমন প্রাপ্তি না থাকলেও মাঠের বাইরে লাভবান হয়েছে বাংলাদেশ দল। কারণ, এমন বাজে পারফরম্যান্সের পরও বিশ্বকাপ থেকে প্রায় দুই কোটি টাকা পাচ্ছে টাইগাররা।
এবারের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার। আর প্রথম পর্বে খেলার জন্য সব মিলিয়ে পাবে এক লাখ মার্কিন ডলার। বাংলাদেশ প্রথম পর্বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতেছে। এই দুই জয়ের জন্য ৪০ হাজার করে মোট ৮০ হাজার ডলার পাবে সাকিব আল হাসানের দল। এর সঙ্গে প্রথম পর্বে অংশ নেওয়ার জন্য বাড়তি এক লাখ ডলার। সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার।
বাংলাদেশি মুদ্রায় টাইগাররা এবারের বিশ্বকাপ থেকে পাচ্ছে প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)। টাইগাররা সেমিফাইনালে খেলতে পারলে টাকার অঙ্কটা আরও বাড়ত নিশ্চিত।