কোটচাঁদপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

Share Now..

\ স্টাফ রিপোটার কোটচাঁদপুর \
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কুশনা ইউনিয়নে আমন মৌসুমের ব্রি ধান ৮৭ এর বাস্তবায়িত প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ টিপু সুলতান ও কৃষিবিদ জনাব মোঃ হুমায়ন কবির, কৃষি সম্প্রসারণ অফিসার, কোটচাঁদপুর, ঝিনাইদহ এবং কুশনা ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি অফিসারগণ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুশনা ইউনিয়নের ইউপি সদস্য জনাব বাবুল আহম্মেদ। কৃষিবিদ জনাব টিপু সুলতান কৃষকদের সাথে নতুন জাতের ধান চাষ, ফসলের বালাই ব্যবস্থাপনা, বীজ উৎপাদন, সংরক্ষণ নিয়ে বিশদ আলোচনা করেন। কৃষিবিদ জনাব মোঃ হুমায়ন কবির কৃষকদের আমন মৌসুমে স্বল্প জীবনকালের ধান চাষ করা এবং বোরো ধান চাষের আগে সরিষার আবাদ করার বিষয়ে পরামর্শ প্রদান করেন। উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে কুশনা ইউনিয়নের ৫০ জন কৃষক অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *