ভারত কখনো ‘টাইমড আউট’ করবে না: দ্রাবিড় 

Share Now..

চলমান বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে ‘টাইমড আউট’ হয়েছিলেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। এই আউট নিয়ে হয়েছে বেশ আলোচনা-সমালোচনা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের করা আবেদনের প্রেক্ষিতে আউট দিয়েছিলেন আম্পায়ার। আর তাই বেশি সমালোচনার শিকার হয়েছেন সাকিব। 

‘টাইমড আউট’ নিয়ে অনেক সাবেক ক্রিকেটার নিজের মতামত জানিয়েছিলেন। বিশ্বকাপে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিক ভারত। মাঠে নামার আগে ‘টাইমড আউট’ নিয়ে কথা বলেছিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছিলেন, ভারত কখনো ‘টাইমড আউট’ করবে না। কিন্তু এই ধরনের আউট নিয়মের মধ্যে থাকায় তিনি কাউকে দোষীও বলতে পারেন না।

‘টাইমড আউট’ প্রসঙ্গে দ্রাবিড় বলেছিলেন, ‘আসলে সব মানুষই আলাদা আলাদা ভাবে। প্রত্যেকের নিজস্ব ভাবনা রয়েছে। একটি পরিস্থিতিকে মানুষ আলাদা আলাদা ভাবতেই পারে। তার মধ্যে ঠিক-ভুল খুঁজতে যাওয়া উচিত নয়। তর্ক হতেই পারে। আপনি বলতে পারেন, নিয়ম যখন রয়েছে তখন সেটা কাজে লাগাব না কেন? আবার অন্য পক্ষ ক্রিকেটীয় স্পিরিটের কথা মাথায় রেখে প্রশ্ন তুলতে পারে। দুই পক্ষের তরফেই যুক্তি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মতভেদ থাকা ভাল। আপনি নিজে হয়তো সেটা করতে চাইবেন। আমরা দল হিসাবে এ রকম কাজ করব না। কিন্তু অন্য দলকেও দোষী বলতে পারি না। যদি কোনো জিনিস নিয়মের মধ্যে থেকে করা হয় তা হলে সেখানে আপত্তি তোলার কোনও অর্থ নেই। সে স্রেফ নিয়ম অনুসরণ করেছে। তার কোনো দোষ নেই।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *