এবার হিরো আলমকে দিয়ে সৃজিতের প্রতিশোধ

Share Now..

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘পিপ্পা’ সিনেমায় এ আর রহমানের সুরে কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকপাট’ গানটি বিকৃত করেছেন। তার প্রতিবাদ হিসেবে এ আর রহমানের অস্কার পাওয়া ‘জয় হো’ গানটি গেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হিরো আশরাফুল আলম ওরফে হিরো আলম। হিরোর গাওয়া গানের সেই ভিডিও এবার এক্সে (সাবেক টুইটারে) পোস্ট করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। 

পোস্টের ক্যাপশনে সৃজিত লিখেছেন, প্রতিশোধ হলো এমন এক খাবার যা শুঁটকি ভর্তার সঙ্গে সবচেয়ে ভালো খেতে লাগে। বোঝাই যাচ্ছে, রীতিমতো এ আর রহমানকে খোঁচা দিতেই সৃজিতের এমন কাণ্ড। 

গেলো দূর্গাপূজায় সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তর মতো অভিনয়শিল্পীরা। সিনেমাটিতে একমাত্র গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *