যশোরে ডিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গত ১৭ ও ১৮ নভেম্বর চারটি অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল, ৮০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ডিবি সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি গত ১৭ নভেম্বর রাতে চৌগাছা থানা এলাকায় পরিচালিত হয়। এ সময় চৌগাছা থানাধীন বর্নি গ্রামস্থ বেনাগাড়ী বটতলার সামনে বর্ণি টু রাজাপুর গামী পাকা রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া দুইটি প্লাষ্টিকের বস্তার মধ্যে থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানটি গত ১৮ নভেম্বর দুপুরে কোতয়ালী থানা এলাকায় পরিচালিত হয়। এ সময় কোতয়ালী থানাধীন চুড়ামনকাঠি ইউনিয়নের আদর্শপাড়ায় গ্রামের ষষ্ঠি বেলতলায় মোঃ ইসলাম গোলদার (৫২) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তৃতীয় অভিযানটি গত ১৮ নভেম্বর রাতে কোতয়ালী থানা এলাকায় পরিচালিত হয়। এ সময় কোতয়ালী থানাধীন নরে›ন্দ্রপুর পূর্বপাড়ায় মিরাজ হোসেন (৪০) এর বসত বাড়ীর আঙ্গিনা থেকে মিরাজ হোসেন (৪০) কে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। চতুর্থ অভিযানটি গত ১৮ নভেম্বর বিকেলে শার্শা থানা এলাকায় পরিচালিত হয়। এ সময় শার্শা থানাধীন গোগা বিলপাড়ায় আয়নাল আলী (৪৫) এর ধানী জমি থেকে অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া একটি প্লাষ্টিকের বস্তার মধ্যে থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী ও শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *