ফুল ফুটতে শুরু করেছে, আরও ফুটবে: ওবায়দুল কাদের

Share Now..

‘যারা উদ্বিগ্ন ছিলেন কে নির্বাচনে অংশ নেবে আর কে অংশ নেবে না- উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ফুল ফুটতে শুরু করেছে, আরও ফুল ফুটবে। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার আগেই শত শত ফুল ফুটবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের পার্লামেন্টারি বোর্ড আজকে দুটি বিভাগ—রংপুরে ৩৩টি ও রাজশাহীতে ৩৬টি, মোট ৬৯টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হওয়া পর্যন্ত ফল প্রকাশ করবো না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন ঘোষণা করবো আনুষ্ঠানিকভাবে।

এখনও রাজনীতির বাইরে থেকে কারও মনোনয়ন চূড়ান্ত করা হয়নি জানিয়ে কাদের বলেন, আজকে বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে, এখানে রাজনীতির বাইরে কেউ আসেননি। হয়তো আসবে পরবর্তীতে। রংপুর এবং রাজশাহী বিভাগে রাজনীতির বাইরে কেউ বিবেচিত হয়েছে বলে আমার জানা নেই।

বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ বাদ পরেছেন জানিয়ে তিনি বলেন, এই সংখ্যা কয়জন এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে বাদ পড়েছেন। কিছু কিছু বাদ পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *