জন্মদিনে দুবাই নিয়ে না যাওয়ায় স্ত্রীর ঘুষিতে স্বামীর মৃত্যু

Share Now..

অনেকেই জন্মদিন উদযাপনের জন্য ঘুরতে যায় ভিনদেশে। দিনটিকে করে রাখতে চায় স্মরণীয়। ভারতের পুনের বাসিন্দা রেনুকা (৩৮) নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে স্বামী নিখিল খান্নার (৩৬) কাছে আবদার করেছিলেন দুবাই ঘুরতে যাওয়ার। কিন্তু স্বামী দিলো না সম্মতি। তাতেই ঘটে গেলো দুর্ঘটনা।

সম্মতি না পেয়ে ঝগড়ার একপর্যায়ে রেনুকা রেগে স্বামীকে ঘুষি দেন। অভিযোগ, তাতেই মারা যান ব্যবসায়ী নিখিল খান্না। ভারতের পুনের ওয়ানাবদি এলাকায় ওই দম্পতির অ্যাপার্টমেন্টে এ ঘটনাটি ঘটে। গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ভালোবেসে ছয় বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। 

ওয়ানাবদি থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে জন্মদিন উদযাপন করতে দুবাইতে না নিয়ে যাওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এছাড়া স্ত্রীর জন্মদিন এবং বিবাহ বার্ষিকীতেও স্বামী দামি উপহার দেননি। তিনি আরও জানান, ঝগড়ার এক পর্যায়ে নিখিলকে ঘুষি মারে রেনুকা। ঘুষির আঘাত এতটাই শক্ত ছিল যে নিখিলের নাক ও কয়েকটি দাঁত ভেঙে যায়। পরে প্রচুর রক্তক্ষরণে নিখিল জ্ঞান হারিয়ে ফেলেন।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় রেনুকার বিরুদ্ধে আইপিসি ৩০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *