ভারতে কনসার্টে পদদলিত হয়ে চার শিক্ষার্থীর মৃত্যু

Share Now..

ভারতের কেরালায় জনপ্রিয় গায়িকা নিকিতা গান্ধীর কনসার্টে পদদলিত হয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৬০ জন আহত হয়েছেন।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যায় কোচি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ও টেকনোলজি বিভাগের উৎসব চলছিল। সেখানেই গান গাইতে যান নিকিতা। গান শুনতে প্রচুর শিক্ষার্থী হাজির হয়েছিলেন। একসময় তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতেই হুড়োহুড়িতে বেশ কয়েকজন পদদলিত হন। 

এ ঘটনায় মৃত চার জনের মধ্যে দুজন মেয়ে ও দুজন ছেলে।

এছাড়া ভিড়ের মধ্যে নাকি অন্তত ১৫ জন জ্ঞান হারিয়েছেন! কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, আহত পড়ুয়াদের কাছের কালামাসেরি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

বর্তমানে ঘটনাটির নির্দেশ অনুযায়ী তদন্তে নেমেছে কেরালার পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *