দল নিয়ে আশাবাদী অধিনায়ক শান্ত
ঘরের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আজ সিটেল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে আসে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এবং সহঅধিনায়ক লিটন দাস না থাকায় প্রথম বারের মতো সাদা পোশাকে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে নাজমুল হোসেন শান্ত।
দল নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পরিকল্পনার কথা শোনান এই নয়া অধিনায়ক। সাকিব, তামিম কিংবা তাসকিন আহমেদরা না থাকায় দল কি একটু নতুন কি না—এমন প্রশ্নে শান্ত বলেন, ‘একদম অনেক নতুন দল বলব না। কিন্তু অভিজ্ঞতা কম। অবশ্যই এটা একটা না একটা সময় হবেই। বাংলাদেশ ক্রিকেটে যারা এতদিন খেলেছে সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই এখনো খেলছে। একটা সময় উনারা খেলবেন না।’
সেই সঙ্গে এই সিরিজের দলের সিনিয়র খেলোয়াড়রা না থাকায় তরুণদের জন্য দারুণ সুযোগ দেখছেন শান্ত। শান্ত বলেন, ‘এটা একটা সুযোগ, যে আমরা যারা তরুণ ক্রিকেটার বা নতুন দলে এসেছে, তাদের জন্য একটা সুযোগ। এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত এবং প্রত্যেক খেলোয়াড় তার জন্য প্রস্তুত। এই সুযোগটা কীভাবে কাজে লাগাবে সেটার জন্য তারা পরিকল্পনা করছে।’
দীর্ঘ পাঁচ বছর পর আবারও সিলেটে টেস্ট ফিরবে। সিলেটে অনুশীলনের সময় উইকেটে ঘাস ছিল। কিন্তু ধীরে ধীরে উইকেট থেকে ঘাস সরে যাচ্ছে। গতকাল (আজ) ম্যাচের দিন উইকেট কেমন হবে? এমন প্রশ্নের জবাবে অধিনায়ক শান্ত বলেন, ‘কেমন উইকেট হবে সেটা এখানে বলা ঠিক হবে না বলে আমি মনে করি। আপনারা হয়তো কাল (আজ) উইকেট দেখলে পরিষ্কার একটা ধারণা পাবেন। আমরা খেলোয়াড়রা যতটুকু পেরেছি, ধারণা নিয়েছি। আমাদের যে শক্তি আছে, ঐ অনুযায়ী কালকে আমরা মাঠে নামব। তবে কালকে (আজ) ম্যাচ শুরু হলে আমরা উইকেট নিয়ে আরো আরো পরিষ্কার ধারণা পাব। ’
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে যেই দুই ম্যাচ খেলতে পারেনি, সেই দুই ম্যাচে অধিনায়ত্ব করেছে শান্ত। কিন্তু সেই দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে সেটা ছিল ভিন্ন ফরম্যাট, সেই দুই ম্যাচে থেকে কী শিখেছেন এবং এই ম্যাচে সেটা কতটুকু কাজে লাগাবেন, এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আসলে নির্দিষ্ট করে কী শিখেছি বলা মুশকিল। কারণ ওটা ওয়ানডে ছিল, এটা টেস্ট ফরম্যাট। বিভিন্ন পরিস্থিতিতে আরো ভালো কীভাবে করা যেত এবং সেটা ফিল্ড প্লেসমেন্ট বা বোলিং পরিবর্তন হতে পারে, এসব ছোট ছোট বিষয়।’
সামনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলতে গিয়ে শান্ত বলেন, ‘২ বছরে আমরা প্রায় ১৪টি ম্যাচ খেলব। এ বছর দুইটি, পরের বছর ১২টি। এ দুই বছর খুবই গুরুত্বপূর্ণ। যে ম্যাচগুলো দেশের মাটিতে হবে, এগুলো জেতা খুব জরুরি। দল হিসেবে এটাই প্রথম লক্ষ্য। সঙ্গে বাইরে কীভাবে ভালো খেলতে পারি সেটা বড় লক্ষ্য।’
এই উইকেটে টস কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক বলেন, ‘আমার কাছেও মনে হয় টসটা অনেক গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড় হিসেবে সবাই এটার জন্য প্রস্তুত। আগে ব্যাটিং করি বা বোলিং করি, আমাদের যা যেই রোল সেটা ভালোভাবে করা চেষ্টা করব। তবে টস জিততে পারলে ভালো।’
দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব আল হাসান দলের সঙ্গে নেই তাকে কি দল মিস করবে কি না এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘সাকিব না দলের সঙ্গে না থাকলেও নিয়মিত খোঁজখববর রাখেন। তবে আমার সাকিব ভাইকে মিস করব, তার অভিজ্ঞতাকে করব।’
বিশ্বকাপে দল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এই টেস্ট সিরিজে সেই পরীক্ষা কি অভাহত থাকবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে তেমন পরিবর্তন করার তেমন কিছু নেই বলে আমি মনে করি। আমি আশা করি, এই বিষয়ে দলের টিম ম্যানেজম্যান্টের সবাই অবগত। আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন টেস্ট ক্রিকেটে হবে।’
টেস্ট ক্রিকেটে মুখোমুখি
মোট ম্যাচ ১৭টি
নিউজিল্যান্ডের জয় ১৩টি
বাংলাদেশের জয় ১টি
ফল আসেনি ৩টি