দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ, আন্দামানে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

Share Now..

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছে, লঘুচাপটি নিম্নচাপ, গভীর নিম্নচাপ দশা পেরিয়ে আগামী ২ ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে। তখন এর নাম হবে ‘মিগজাউম’। এই নাম দিয়েছে মিয়ানমার।

আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এই অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করা হয়।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সর্বশেষ ঘূর্ণিঝড়টির নাম ছিল ‘মিধিলি’ যা মালদ্বীপের দেওয়া নাম। গত ১৭ নভেম্বর দুপুরে ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে খেপুপাড়ার কাছ দিয়ে উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এর ফলে গাছপালা ও ফসলের ক্ষতি ছাড়াও মৃত্যু হয় ৯ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *