রণবীর-রাশ্মিকার ঘনিষ্ঠ রসায়নে সেন্সর

Share Now..

ভারতের সেন্সর বোর্ডের কর্তনের মুখে পড়েছে বলিউড অভিনেতা রণবীরের বহুল আলোচিত সিনেমা ‘অ্যানিমাল’। তবে সিনেমাটিকে ‘অ্যাডাল্ট’ সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি রণবীর কাপুর ও অভিনেত্রী রাশ্মিকা মান্দানার রসায়নের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য পরিবর্তনের নির্দেশ দিয়েছে (সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেট) সিবিএফসি। 

জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, রণবীর কাপুরের অ্যানিমাল ঘিরে যেন বাড়ছে উত্তেজনা। ২০২৩ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা এটি। দুদিন আগেই হায়দ্রাবাদে এই ছবির প্রিরিলিজ ইভেন্ট নিয়েও বিতর্ক কম হয়নি। এবার সেন্সর বোর্ডের কর্তনের মুখে অ্যানিমাল।

ছবিটিকে ‘অ্যাডাল্ট’ সার্টিফিকেট দেওয়ার পাশাপাশিই বেশ কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছে সিবিএফসি। এর মধ্যে বিশেষ উল্লেখ্য, রণবীর-রশ্মিকার ঘনিষ্ঠ দৃশ্য।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, ‘অ্যানিমেল’ ছবিতে কাজ করতে গিয়ে নাকি অভিনেতা হিসেবে বেশ ভয় পেয়েছিলেন তিনি। 

রণবীর বলেন, ‘এর আগে আমি কখনো ‘অ্যানিমেল’র মতো সিনেমাতে কাজ করিনি। এত দিন আমি যে চরিত্রে অভিনয় করেছি, সবই মোটামুটি ভালো চরিত্র। সেই চরিত্রে ধূসর দিক খুব কমই ছিল। তবে ‘অ্যানিমেল’ তেমন নয়। আমি যেকোনো গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করার আগে আলিয়ার সঙ্গে কথা বলতাম। যে আমি যেভাবে চরিত্রটা ভাবছি, সেটা আদৌ ঠিক রাস্তায় যাচ্ছে না। আলিয়াকে একজন শিল্পী হিসেবে আমি ভীষণ সম্মান করি। ওর ভাবনাচিন্তাকে শ্রদ্ধা করি। আমি ‘অ্যানিমেল’-এ কাজ করতে গিয়ে অভিনেতা হিসেবে ভয় পেলেও আলিয়া প্রতি মুহূর্তে আমাকে সাহস জুগিয়ে গিয়েছে।’

বছরের শেষে ‘অ্যানিমেল’ সিনেমাতে একেবারে অন্য বেশে দর্শকের সামনে ধরা দিতে চলেছেন রণবীর। চরিত্রের ধাঁচও একেবারে আলাদা। তবে ৩ ঘণ্টা ২১ মিনিটের সিনেমা হওয়া সত্ত্বেও ‘অ্যানিমেল’ ঘিরে দর্শকদের উত্তেজনা চোখে পড়ার মতো। ছবির এই দৈর্ঘ্য নিয়ে চিন্তিত নন রণবীর নিজেও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *