আঁখি-স্বপ্নারা থাকলে ভালো হতো: সাবিনা খাতুন
নারী ফুটবল থেকে একাধিক খেলোয়াড় চলে গেছেন। ডিফেন্ডার আঁখি খাতুন নেই। সিরাত জাহান স্বপ্না নেই, কৃষ্ণা ইনজুরিতে। এত নেইয়ের মাঝে নারী জাতীয় ফুটবল দলটা এখন শক্তিহীন হয়ে যাচ্ছে। অধিনায়ক সাবিনা খাতুনের পেছনের শক্তি যদি কমে যায়, তাহলে সিনিয়র ফুটবলার হিসেবে সাবিনাকে বাড়তি দায়িত্ব নিতে হয়। সাবিনা সেটা নিতে প্রস্তুত। কারণ এখন নিজেকে খেলতে হবে। দলকে খেলাতে হবে।
সাবিনা বলেন, ‘এখানে কিছু করার নেই। দায়িত্ব নিতেই হবে। মারিয়া, মনিকা যারা রয়েছে, আমি চাই না ওদের ওপর চাপটা বেশি পড়ুক। চাপ ফিল করুক। ওরা মাইন্ড ফ্রেশ এবং মাইন্ড ফ্রি করে খেলুক। তারা স্বাধীনভাবে খেলুক। আমার যদি এক্সট্রা চাপ নিয়ে খেলতে হয়, নিতে রাজি। যারা আছে, তাদের নিয়েই আমি খেলব। এতে নিজের খেলাটা নষ্ট হয় কি না। নিজের ওপর চাপ হয়ে যায় কি না। চাপ তো থাকবেই। অতিরিক্ত চাপ নিয়েই খেলি, আমার সমস্যা হয় না।’
নিজের গোল নিয়ে সাবিনা বলেন, ‘এত সমস্যার মধ্যে আমার গোলে ম্যাচ বের করা আরও চ্যালেঞ্জ। এখানেও আলাদা একটা চাপ থাকে। অনেক ম্যাচে এমন হয়েছে যে, আমার গোলে ম্যাচে ফিরেছে কিংবা ম্যাচ জিতেছে। আসলে এটাই তো আমার ডিউটি।’
পুরো ফর্মে থাকা স্ট্রাইকার স্বপ্না ও ডিফেন্ডার ক্যাম্প ছেড়ে চলে গেছেন। তাদের কথা স্মরণ করলেন সাবিনা। বললেন, ‘আঁখি-স্বপ্নারা থাকলে ভালো হতো। যেহেতু নেই। কী আর করার।’