নারী আইপিএলের নিলামে দুই বাংলাদেশি ক্রিকেটার

Share Now..

আগামী বছর অনুষ্ঠিত হবে নারী আইপিএলের (ডব্লিউপিএল) দ্বিতীয় আসর। আগামী ৯ ডিসেম্বর মুম্বাইয়ে এর নিলাম অনুষ্ঠিত হবে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে নিলামের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার। তারা হচ্ছেন পেসার মারুফা আকতার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া খান। দুজনের ভিত্তিমূল্যই ৩০ লাখ রুপি। 

শনিবার (২ ডিসেম্বর) নিলামের জন্য নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এবারের নিলামের জন্য নিবন্ধন করেছেন ১৬৫ জন ক্রিকেটার। যার মধ্যে ১০৪ জনই ভারতীয় আর ৬১ জন বিদেশি ক্রিকেটার।

নিলাম থেকে সর্বোচ্চ ৩০ জন ক্রিকেটার কিনতে পারবে টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। বিদেশি ক্রিকেটারদের জায়গা ফাঁকা আছে ৯টি। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। যেই পুলে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডিয়েন্ড্রা ডটিন ও আইরিশ ক্রিকেটার কিম গার্থ। ৪০ লাখ ভারতীয় রুপিতে আছেন চারজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *