হঠাৎ নাসুমকে বাদ দেওয়ার কারণ জানালো বিসিবি
হতাশার এক বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। সবার মতো আশানুরূপ পারফর্ম করতে পারেননি স্পিনার নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাওয়ে সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো ফরম্যাটের দলেই জায়গা হয়নি এই স্পিনারের। যা নিয়ে চলছে আলোচনা। হঠাৎ নাসুমের বাদ পড়া নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার।
শুক্রবার (১ ডিসেম্বর) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাসুমের বাদ পড়া প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, ‘নাসুম তো সাদা বলে নিয়মিত খেলছিল। তাকে আমরা দেখেছি অনেক। নাসুম যে খুব খারাপ করেছে, তা বলব না। তবে ওর কাছ থেকে আমরা যেটা চাচ্ছিলাম, উইকেট শিকার করা, সেটা সাম্প্রতিক সময়ে পাচ্ছিলাম না। হ্যাঁ, ওকে একটা ভূমিকা পালন করতে বলা হয়েছিল, আক্রমণ করার চেয়ে একটু রান বাঁচানো। তবে এরকম একজনকেও আমাদের দরকার, যে উইকেটও নিতে পারে।’
তিনি আরও বলেন, ‘এখন যে ফরম্যাট, মাঝখানে উইকেট নিতে না পারলে রান বাঁচানো কঠিন হয়। তিনশ’র বেশি রান হয়েই যায়। এজন্যই মনে হয়ে যে, এমন একজনকে দেখে চেষ্টা করি, যে মাঝের ওভারগুলোয় উইকেট নিতে পারে।’