দামুড়হুদায় ৩২তম আন্তর্জাতিক এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস অনুষ্ঠিত
\ দামুড়হুদা প্রতিনিধি \
“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় ৩২ তম আন্তর্জাতিক এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা সমাজ সেবা অফিসার তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকসানা মিতা। গতকাল রবিবার বেলা ১১ টার দিকে অডিটোরিয়াম হলরুমে প্রতিবন্ধী এবং মাদকসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি) কারিতাসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানাযায়, গত ৩ ডিসেম্বর ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত¡াবধানে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা, এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা। বিশ্বজুড়ে প্রতিবন্ধী দিবসের অনুগামিতার পিছনে আছে এক ঘটনাবহুল জীবনস্মৃতি।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছো বক্তব্য দেন উন্নয়ন কমিটির সভাপতি মিঃ সুদিন সরকার, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউডেশনের ব্যবস্থাপক ফারুক আহাম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীসহ উপজেলার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বই বিতরণ করা হয়।
অনুষ্ঠান টি সার্বিক ভাবে পরিচালনা করেন কারিতাশ ইউনিয়ন সুপার ভাইজার বপ্পা মন্ডল।