গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৮৯৯

Share Now..

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে এখন পর্যন্ত ১৫ হাজার ৮৯৯ জন মারা গেছে। আহত হয়েছেন আরও ৪২ হাজার। সোমবার গাজা উপত্যকায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ৭০ শতাংশ নারী ও শিশু।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ নিহত ও জিম্মি হয়েছে ২৪০ জন। প্রতিক্রিয়ায় গাজার আকাশ ও স্থল পথে সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল।

এদিকে সোমবার, গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে ‘হামাস ও অন্যান্য সংগঠনের’ বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই অঞ্চলে তারা ব্যাপকভাবে স্থল অভিযান শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি বাহিনীর অগ্রগতির মানে হল শহরের উত্তর ও পূর্বে বেসামরিকরা আর সালাহ আল-দিন রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন না। রাস্তাটি ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্য দিয়ে চলে গেছে।

রাস্তাটি যুদ্ধক্ষেত্রের মধ্যে পড়ে তাই সেখান দিয়ে যাতায়াত অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *