কুর্দিস্তান বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে আগুন, নিহত ১৪

Share Now..

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে স্থানীয় সময় শুক্রবার (৯ ডিসেম্বর) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় কুর্দি টেলিভিশন চ্যানেল রুদাওয়ের ভিডিও ফুটেজে ভবনটির সামনে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে তৎপরতা কাজ করতে দেখা যাচ্ছে। সেখানে সোরান ইউনিভার্সিটির একাডেমিক স্টাফ ও শিক্ষার্থীরা থাকতেন। খবর এএফপির।

চ্যানেলটি জানায়, প্রাথমিক তদন্তে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে এ আগুনের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানায়, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ঘটনায় ১৪ জন নিহত ও ১৮ জন আহতের খবর নিশ্চিত করেছে।

সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আইএনএ জানিয়েছে, ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্তের আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *