সন্তানের পিতৃত্বের দাবীতে মামলার পর ধর্ষক গ্রেফতার

Share Now..

ময়মনসিংহের গৌরীপুরে এক কিশোরীকে (১৬) ধর্ষণের পর জন্ম নেওয়া সন্তানের পিতৃত্বের দাবীতে থানায় মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে উপজেলার সিধলা ইউনিয়নের গোবড়া গ্রামে। মামলার পর অভিযুক্ত হাছানকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ মার্চ রাতে ভুক্তভোগী কিশোরীকে একই গ্রামের মোঃ হাশিম উদ্দিনের ছেলে মোঃ হাছান (২৩) ধর্ষণ করে ভিডিও ধারণ করে।

পরে ভুক্তভোগীকে হাছান হুমকি দেয় কাউকে বিষয়টি জানালে ভিডিও ভাইরাল করে দেয়া হবে। এই ভয়ে ভুক্তভোগী কিশোরী বিষয়টি গোপন করে। পরবর্তীতে আরও একাধিকবার তাকে ধর্ষণ করে অভিযুক্ত হাছান।
একপর্যায়ে ভুক্তভোগী গর্ভবতী হয়ে পড়েন। পরে হাছানকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে তার বাড়িতে নিয়ে গিয়ে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করে কিন্তু কোনো বিবাহ রেজিস্ট্রি করা হয় নাই। বিবাহ রেজিস্ট্রির জন্য চাপ প্রয়োগ করলে একপর্যায়ে হাছান তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে বাবার বাড়িতে অবস্থান করছিল ওই কিশোরী। গত ২৮ জানুয়ারি ভুক্তভোগী কিশোরী একটি কন্যা সন্তান জন্ম দেয়। সন্তানের জন্মের পরও অভিযুক্ত হাছান কোন ধরণের খোঁজ-খবর নেয়নি।

মঙ্গলবার (৬ জুলাই) ভুক্তভোগী নারী ধর্ষণের অভিযোগ ও সন্তানের পিতৃত্বের দাবীতে গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/৩) এর ৯(১) এর ধারায় মামলা দায়ের করেন। মামলা নং- ০৪, তারিখ- ০৬/০৭/২০২১ইং।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, মামলার দায়েরের পর অভিযুক্ত হাছানকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *