পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে ৪০ কিলোমিটার সাইকেল চালালেন শ্রমমন্ত্রী

Share Now..


ভারতের পশ্চিমবঙ্গে দাম বাড়তে বাড়তে ১০০ রূপি ছাড়িয়েছে পেট্রোলের দাম। এর প্রতিবাদে ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে মিছিল নিয়ে বিধানসভায় গেছেন রাজ্যটির শ্রমমন্ত্রী বেচারাম মান্না। তিনি সিঙ্গুরে তৃণমূলের বিধায়ক। বুধবার (৭ জুলাই) সকাল আটটায় রতনপুরের বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে মিছিলে সামিল হন শ্রমমন্ত্রী। জগাছা থেকে তার সঙ্গে যোগ দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।

এসব জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হয়েছে ১০০ রূপি ২৩ পয়সা। ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৩ পয়সা। নতুন দাম হয়েছে ৯২ রূপি ৫০ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দাম এতটা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে পারে বাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *