ফরাসি স্কুলে ছুরি হাতে শিক্ষককে হুমকি ১২ বছরের মেয়ের
উত্তর ফ্রান্সের একটি স্কুলে বুধবার ক্লাস চলার সময় একজন শিক্ষককে ছুরি দেখিয়ে হুমকি দিয়েছে একটি ১২ বছরের মেয়ে শিক্ষার্থী। ফরাসি শিক্ষা ব্যবস্থা নিয়ে উত্তেজনার সবশেষ ঘটনা এটি। খবর এএফপির।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর রেনেসে এই ঘটনায় কেউ আহত হয়নি তবে প্রসিকিউটররা বলেছেন, তারা একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।
স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আজ (বুধবার) সকালে একজন শিক্ষার্থী ক্লাসের সময় একজন শিক্ষককে ছুরি দিয়ে হুমকি দেয়। ঘটনায় ছাত্ররা হতভম্ব হয়ে পড়ে, তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।’
রেনের প্রসিকিউটর রেনেস ফিলিপ অ্যাস্ট্রাক বলেছেন, ২০১১ সালে জন্মগ্রহণকারী ও স্কুলছাত্রী তার ইংরেজি শিক্ষককে হত্যা করার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে একটি বড় ছুরি হাতে সশস্ত্র ক্লাসে এসেছিল।
তিনি আরও বলেন, ‘পাঠ চলাকালীন, ক্লাসে সে শিক্ষকের দিকে ছুরি ছুঁড়ে মেরে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে হাউটস ওরমেস জুনিয়র হাই স্কুলের কর্মীরা ধরে নিরস্ত্র করে।’
ফ্রান্সের স্কুলগুলিতে ক্রমশ উত্তেজনা বাড়ছে। দেশটিতে বৃহৎ মুসলিম ও ইহুদি সম্প্রদায় রয়েছে। ঘটনাগুলো কখনও কখনও ইসরায়েল ও ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাসের মধ্যে যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট হয়।
অক্টোবরে একজন কট্টরপন্থী উত্তরের শহর আররাসে তার প্রাক্তন শিক্ষক ডমিনিক বার্নার্ডকে ছুরিকাঘাতে হত্যা করে।
এই সপ্তাহের শুরুর দিকে প্যারিসের বাইরের একটি স্কুলে শিক্ষকরা কাজ করতে অসম্মতি জানিয়েছিলেন যখন একদল ছাত্র রেনেসাঁর মাস্টার জিউসেপ সিসারির একটি চিত্রকর্ম ক্লাসে দেখানোর বিষয়ে আপত্তি জানায়। চিত্রটিতে বেশ কয়েকটি নগ্ন মহিলা রয়েছে৷
এদিকে একটি ফরাসি আদালত গত সপ্তাহে প্যারিসের একটি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যার দায়ে ছয় কিশোরকে দোষী সাব্যস্ত করেছে। ২০২০ সালে শ্রেণিকক্ষে মহানবীর ব্যঙ্গ চিত্র দেখানোর কারণে তার ওপর হামলা করা হয়েছিল।