অমিতাভের ধমক খেলেন শাহরুখ-কন্যা!

Share Now..

সদ্যই দ্য আর্চিস সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলো সুহানা খানের। গত ৭ ডিসেম্বর জোয়া আখতার পরিচালিত এ সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এরই মাঝে সহ অভিনেতা বেদাং রায়নার সঙ্গে অমিতাভ বচ্চনের গেম-শো কৌন বানেগা ক্রোড়পতিতে এসেছিলেন সুহানা। সেখানে বাবাকে নিয়ে করা প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় বিগ বির ধমক খেলেন শাহরুখ-কন্যা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সুহানাকে এদিন শাহরুখের বিষয়ে অমিতাভ জিজ্ঞেস করেন, ‘এর মধ্যে কোনো সম্মান এখনো পর্যন্ত শাহরুখ খান পাননি?’ চারটি উত্তরের মধ্যে সঠিকটি বেছে নিতে হবে সুহানাকে। 

পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, এলিয়ট ডি বা ভলপি কাপ এই চারটি অপশনের মধ্যে সুহানা নিমেষে উত্তর দেন, ‘পদ্মশ্রী’। এটা শুনে সকলেই স্তম্ভিত হয়ে যান। 

এদিকে বেদং রায়ান তো বলেই দেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’ ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। তবে বাবার পাওয়া সম্মান অজানা ছিল মেয়ে সুহানার। সুযোগ বুঝে শাহরুখ-কন্যার সঙ্গে রসিকতা করতে ছাড়েননি অভিনেতা। 

অমিতাভ বলেন, ‘মেয়েই জানেই না যে বাবা কী কী সম্মান পেয়েছে! এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটাও পারলে না?’ যদিও সবটাই মজার ছলে করেন ‘বিগ বি’।

এপিসোড শুরুর আগে অমিতাভ সুহানাকে জিজ্ঞেস করেছিলেন যে শাহরুখ তাকে শিখিয়ে পাঠিয়েছেন কিনা। উত্তরে নবাগতা অভিনেত্রী বলেন যে তার বাবা বলেছেন অমিতাভ একটা সিনেমায় শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছেন তাই আজ যেন সুহানাকে সব সোজা প্রশ্ন করা হয়।

এদিন সুহানা যে প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন সেটার সঠিক উত্তর হতো ভলপি কাপ। ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে শাহরুখ খানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *