শৈলকুপায় ঈদকে সামনে রেখে টিসিবি’র পণ্য বিক্রয়, চাহিদার তুলনায় সরবরাহ একেবারেই কম
শৈলকুপা প্রতিনিধি ঃ
ঝিনাইদহের শৈলকাপায় ঈদকে সামনে রেখে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু হয়েছে তবে চাহিদার তুলনায় সরবরাহ একেবারেই কম। শৈলকুপা জনবহুল উপজেলা হওয়া স্বত্তেও এখানে টিসিবির পন্য সেই তুলনায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের হাতের নাগালে মিলছে না। অন্যান্য উপজেলার তুলনায় মালের বরাদ্দ একেবারেই কম।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রের্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টিসিবি’র অনুমোদিত ডিলার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ এর মাধ্যমে সূলভ মূল্যে চিনি, মশুর ডাল, ছোলা, সয়াবিন তেল বিক্রয় করা হয়।
বুধবার(৭জুলাই) দৃপুর থেকে শেখপাড়া, মদনডাঙ্গা. চড়াইবিল বাজারসহ কয়েকটি বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। চিনি, ডাল, তেল, ছোলা ও সয়াবিন তেল কিনতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।পণ্য কিনতে আসা লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনতে দেখা গেছে।
ক্রেতারা বলছেন, করোনাকালে খুব কষ্টে দিন পার করতে হচ্ছে। সরবরাহ কম থাকায় ঠিকমত টিসিবির পন্য পায় না। পণ্য কিনতে আসা শেখপাড়া গ্রামের রেজাউল ইসলাম বলেন,অনেক দিন পর পর টিসিবির পন্য পায় যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম।
এসময় টিসিবি ডিলার মোঃ আতিয়ার রহমান বলেন,জনবহুল এ উপজেলার মানুষের ব্যাপক চাহিদা থাকা স্বত্তেও চাহিদার তুলনায় ঠিকমত মাল দিতে পারছি না। টিসিবির পণ্যবাহী ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে ৬০০কেজি, মসুর ডাল ৫৫ টাকা দরে ৪০০কেজি, এবং সয়াবিন তেল ১০০ টাকা দরে ১০০০ লিটার, জনসাধারণের মাঝে বিক্রয় করছি।