ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি করোনা আক্রান্ত শৈলকুপা ও মহেশপুর উপজেলায় একজন বীর মুক্তিযোদ্ধা মৃত ৩ জনসহ মোট ১২১ তম লাশ দাফন সম্পন্ন করলো।
মোঃগহর আলী বিশ্বাস, বয়স-৯০, পিতা মৃত-একদিল বিশ্বাস, গ্রাম-গোকুলনগর, ডাক- অচিন্ত্যপুর,উপজেলা শৈলকূপা ,ঝিনাইদহ গত০১-০৭-২০২১ তাং করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসারত অবস্থায় ছিলেন। ০৮-০৭-২০২১ তাং তার শারীরিক অবস্থা অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে সকাল ৭.০০ টায় ইন্তেকাল করেন। স্থানীয় গোরস্থানে আজ বাদ জোহর দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃনাজিম উদ্দীন জোয়ার্দার,
বয়স-৬৫,পিতাঃরোজদার জোয়ার্দার,
গ্রাম-দুধসর, উপজেলা-শৈলকুপা, ঝিনাইদহ করোনা আক্রান্ত হয়ে ০১-০৭-২০২১ তাং ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে সকাল ১০.০০ টায় ভর্তি হয় এবং চিকিৎসারত অবস্থায় আজ ০৮-০৬-২০২১ তাং সকাল ৭.৩০ টায় হাসপাতালে ইন্তেকাল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসন শৈলকূপা উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় গার্ড অব অনার প্রদাণ করে বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন গাড়াগন্জ বাস ষ্ট্যান্ডে স্ট্যাটারের দায়িত্ব পালন করছিলেন।
মোঃ হারেজ উদ্দিন,বয়স-৮৫, পিতাঃমৃত- সাব্দার আলী মন্ডল,গ্রামঃশ্যামকুড়,ডাকঃশ্যামকুড়,
উপজেলা -মহেশপুর, ঝিনাইদহ করোনা আক্রান্ত হয়ে ০৪-০৭-২০২১তাং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জীবননগর,চুয়াডাঙ্গা ভর্তি হয় এবং পরবর্তীতে শারীরিক অবস্থা অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় এবং চিকিৎসারত অবস্থায় ০৮-০৭-২০২১ তাং রাত-২.৪৫ টায় হাসপাতালে ইন্তেকাল করেন। আজ সকাল ১০.৩০ টায় স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মজিবর রহমান মহোদয়ের অনুমতিক্রমে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে স্ব -স্ব উপজেলার উপজেলা দাফন কমিটির সদস্য ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকের মাধ্যমে উক্ত ৩ জনের মরদেহের দাফন কাজ সম্পন্ন করা হয়।ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটির মাধ্যমে এ পর্যন্ত ১২১ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করা হলো।